আপনি দুনিয়ার যে প্রান্ত থেকেই এই পেইজে এসে থাকেন, ডেস্কটপ-ল্যাপ্টপ, মোবাইল, ট্যাব, প্যাড প্রায় নিশ্চিত ভাবেই বলা যায় ARM-processor based কিছু না কিছু আপনার ব্যবহ্রত যন্ত্রে আছেই। জি, ARM –core এতটাই বহুল প্রচলিত, প্রায় সমস্ত এম্বেডেড ম্যানুফ্যাকচাররাই এই প্রসেসর তাদের সুবিধামত পরিবর্তন পরিবর্ধন করে ব্যবহার করেছে, করছে। ARM সম্পর্কে যেকোনো কিছু বললেই তা কম বলা হবে, তারচেয়ে নিচের ভিডিও টি দেখে নিন।
আমাদের এই টিউটিউরিয়াল গুলোর উদ্দেশ্য কিছু কিছু জিনিষ আনকভার করা, যাতে আপ্নারা নিজেদের মত ডেভেলপ করে নিতে পারেন। শুরুতে আর্ম বেইসড Atmel sam4s xplained pro kit (http://www.atmel.com/tools/ATSAM4S-XSTK.aspx) দিয়ে আমরা এম্বেডেড প্রোগ্রামিং শুরু করবো। এরপর টেক্সাস ইন্সট্রুমেন্ট এর কোনো একটা ডি এস পি দেখাবো। ইচ্ছা আছে বিগল বোন র্যাসবেরি পাই নিয়ে কিছু পোষ্ট দেয়ার।
ARM এর সংক্ষিপ্ত কিছু সুবিধা।
- Floating point processor can multiply
- High core density, low power high computational performance
- Thumb composed. Capable to deal 16 bit operation in 32 bit processor. this allows more instruction set to be stored.
- DSP instruction set
–৮ বিট মাইক্রোকন্ট্রলার শিখলে কি ৩২ বিট দরকার আছে?
ডিপেন্ডস অন এপ্লিক্যাশন। তবে ৮ বিট আর ৩২ বিট মাইক্রো এর তফাত আকাশ পাতাল। অনেকটা ২৫৫ আর ৩২ বিট এর সবচেয়ে বড় ভ্যালুর মত পার্থক্য। 😀
–এই টুল কোথায় পাবো।
আমার জানা মতে দেশে পাওয়া যায় না।
Pingback: SAM4S Xplained Pro kit (ARM based) টিউটোরিয়াল ১ | রোবটিক্স ইঞ্জিনিয়ারিং
ভাইয়া এই বোর্ডটা পাচ্ছি না, র্যাস্পবেরি পাই অথবা টেকশপের এই বোর্ডটা দিয়ে কি হবে? http://www.techshopbd.com/product-categories/arm/1373/tiva-ek-tm4c123gxl-launchpad-evaluation-kit-techshop-bangladesh
টেকশপের এই বোর্ড দিয়ে হবে। আসলে এই ধরনের বোর্ড ই দেখাতাম এরপরে। আমি জানতাম না এটা পাওয়া যায় দেশে। ধন্যবাদ জানানোর জন্য। এরপর এই টাইপের বোর্ড এ দেখাবো। কন্সেপ্ট গুলা এক ই রকম।
তবে এই সিরিজ ও দেখতে পারো। ARM নিয়ে অন্য যেকোনো কিছু করতে গেলে অনেক মিল পাবা।