রোবটিক্স, মেকাট্রনিক্স আর কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং নিয়ে লিখবো। পোষ্ট গুলা হবে মূলত তথ্যমূলক অথবা টিউটোরিয়াল টাইপ। এগুলা পোষ্টানোর কোনও উদ্দেশ্য নাই, নিতান্ত ভালো লাগা থেকে করা। কারো উপকারে লাগলে তা বোনাস। “সমসাময়িক রোবটিক্স” নিয়ে লিখতে বেশি আগ্রহী আমি। বাংলাতে এই ফিল্ড গুলাতে খুব ভাল কোনো রিসোর্স আছে বলে আমার জানা নাই। ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি যে, রোবটিক্স এর ফিল্ড সম্পর্কে অনেকই খুব ভালো ধারনা রাখেন না। কারো কারো কাছে রোবটিক্স বলতে শুধুই কিছু লাইন ফলোয়ার আর গ্রিপার ই 🙂 জ্ঞান ছড়িয়ে দিন, তবে লেখাগুলা অন্য কোথাও উপযুক্ত মূল্যায়ন ছাড়া কপি পেস্ট বা প্রকাশ না করতে বিশেষ ভাবে অনুরোধ করছি। ভালো লাগলে শেয়ার দিন সোস্যাল নেট ওয়ার্ক গুলোতে।
আমি নাহিয়ান রহমান (Nahian Rahman), জন্ম-বেড়ে উঠা ঢাকাতে। বর্তমানে পি এইচ ডি করেছি এডভান্সড রোবোটিক্স এ, http://iit.it/en/people/nahian-rahman কন্ট্রোল ইঞ্জিনিইয়ারিং এ মাস্টার্স করেছি কোরিয়ার Pusan National University (lab member http://mclab.me.pusan.ac.kr/) থেকে। ইটালি আর কোরিয়ার প্রবাস ছাড়া বাকী জীবন কেটেছে ঢাকা ইউনিভার্সিটি কোয়াটারে। কোনো কালেও কোনো পদের ছাত্র ছিলাম না, তারপর ও অনেকের চেয়ে লাকি কারন ছাত্রজীবনে খুব একটা দোড় পারা লাগেনি, স্কুল ছিল উদয়ন, ক্যাম্পাসেই, কলেজ রাইফেলস পাব্লিক, এটাও তেমন দূরে না, পরে ছিলাম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এ। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ‘কষ্টসাধ্য’ স্নাতক শেষ করি ২০০৯ এ। ২-২ এর শেষের দিকে দল বেধে সোহাগ ভাইদের পাইল্যাবস এ যাই, প্রবল আগ্রহে সবকিছু বাদ দিয়ে মাইক্রোকন্ট্রলার শিখা শুরু করি। মূলত তখন থেকেই রোবট রিলেটেড কিছু করার বা পড়ার ইচ্ছা। এছাড়া জাপানে অনুষ্ঠিত রোবোকোন-২০০৯ এর মেকবুয়েটে দলে কিছু কাজ(!) করেছিলাম। মাইক্রোকন্ট্রলার এর beginner দের জন্য একটা পেইজ বানাইছিলাম, কারো আগ্রহ থাকলে দেখতে পারেন।
http://nahians-avr.webs.com/
এছাড়া
বাংলাতে একটি রোবটিক্স কোর্স পড়িয়েছি এখানে, : http://www.shikkhok.com/কোর্স-তালিকা/robotics101/
বর্তমানে গবেষনার বিষয় Dexterous manipulation, Control, হ্যাপ্টিক্স নিয়ে।
Email: nahianme@gmail.com https://www.facebook.com/Nahian.Rahman
great job dosot
ভালো উদ্যোগ। বাংলা জোকস এর পক্ষ থেকে শুভেচ্ছা।